আর্জেন্টিনা হেরে গেলে টিভি বন্ধ করে দেব: পূজা চেরি

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ

আগামীকাল রবিবার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২। আয়োজন চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। সেই ঢেউ লেগেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে। এদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা সংখ্যাগুরু।

বিশ্বকাপের মৌসুমে এই দুই দল নিয়ে উত্তেজনা কখনও মাত্রা ছাড়ায়। অন্যান্য দর্শকের মধ্যে তারকাদেরও রয়েছে খেলা নিয়ে বেশ উত্তেজনা। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরিও মেতেছেন এতে। আর তাই তো কথা বলেছেন তিনি প্রিয় দলকে নিয়ে।

বাংলাদেশে প্রতিবারের মত এবারও বেশ ফুটবল প্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা। দেশে প্রায় ৮০% ফুটবলপ্রেমী আর্জেন্টিনা, ব্রাজিল এবং মেসি, নেইমারকেই নিয়ে তুমুল আলোচনায় আছেন। এছাড়াও দেশের মানুষের মধ্যে অন্যান্য দেশের প্রতি সাপোর্টার খুবই কম । তাই তারা সব সময় আলোচনা ও সমালোচনায় প্রতিবারের মত এবারো পিছনে রয়েছেন।

পূজা চেরি বলেন, এক কথায় আর্জেন্টিনা সাপোর্ট করি। আমার একটাই দল- আর্জেন্টিনা। আর কোনো দলকে সমর্থন করব না। যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। খেলা দেখব না। কথা শেষ। আর্জেন্টিনার বাইরে আর কোনো দল নাই।

তিনি আরও জানান, যখন থেকে খেলা বুঝি, তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছি। বিশেষ করে লিওনেল মেসির ভক্ত আমি। আর আমার মায়ের কাছে শুনেছি ম্যারাডোনার কথা। তখন খেলা দেখেছি। তারও ভক্ত আমি। মার্কো রহো আর ডি মারিয়ার খেলা দেখেও নিজেকে তরতাজা লাগে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না। খেলা তো খেলাই। অনেকে মজা নিতে চাইবে। তাদেরকে নিতে দিন।

পূজা গণমাধ্যমে বলেন, যা হওয়ার ম্যাচে হবে। কিন্তু দল কিন্তু আমার একটাই। সেটা হচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। অনেকেই অনেক কথা বলে কিন্তু মাঠের খেলাটাই হচ্ছে আসল। তাই খেলার আগে পছন্দ থাকবেই কিন্তু এ নিয়ে বেশি তর্ক করা যাবে না। মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে। জিতুক কিংবা হেরে যাক আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করি।