নাসির-ইলিয়াস আমাকে ফাঁ’সানোর জন্য এত কিছু করেছে: সুবাহ

| আপডেট :  ৭ নভেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ নভেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ণ

নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা দুজন মিলে এত কিছু করেছে বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন শাহ হুমায়রা সুবাহ। এদিকে, গেল বছরের ডিসেম্বরে কণ্ঠশিল্পী ইলিয়াসকে বিয়ে করে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন সুবাহ। কিন্তু সে সংসার শেষ পর্যন্ত টেকেনি। সংসার শুরুর কদিনেই ভেঙে যায় সংসার। এ নিয়ে গণমাধ্যগুলোতে সংবাদের শিরোনাম হয়েছিলো।

তবে সুবাহ আলোচিত হন, যখন ক্রিকেটার নাসিরের প্রেমিকা ছিলেন। সুবাহর একটি ভিডিও ২০১৮ সালে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করেছিলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন গায়ক ইলিয়াস হোসাইন। সেখানে একসঙ্গে দেখা মেলে নাসির ও ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পুরনো বন্ধু।’

সেই পোস্ট দেখে অবাক হন সুবাহ। তিনি গণমাধ্যমে বলেন,‘ছবিটি দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না। ’