সব
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুনের দ্বন্দ্ব এর সমাধান এখনও হয়নি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। এখন কি অবস্থায় চলছে এই পদ। এ নিয়ে গণমাধ্যমে নিপুন কথা বলেছেন।
নায়িকা নিপুন বলেন, চেয়ার কি কখনও দখল করা যায়? মানে, আমি তো ঠিক জানিনা। সবচেয়ে দখল তখনই হয় অনেকজনকে নিয়ে দখল করি। আমি ত একাই যাচ্ছি একাই আসছি। মহামান্য আলাদত কিন্তু ওনার রায় স্টে করছে । স্টে করে যে ছিলো সে কন্টিনিউ করবে। আমি এ নিয়ে অনেক বার বলছি। আমি কখনো দখল করিনি। আমি দখলে অভ্যস্ত না।
তিনি আরও বলেন, আমি ওনার (জায়েদ খান) থেকে বেশি ছবি করেছি। আর্টিসদের সাথে বেশি পরিচয়। আমি দেখলাম উনি রোজার ঈদের আসে নাই, কখনোই আসে নাই। প্রত্যেক মাসে মৃত্যুবার্ষিকীর কোনটাতেই আসেন নাই। একজন শিল্পী হিসেবে উপস্থিত কাম্য ছিলো ওনার। উনি একটা মামলা করেছেন, সেটি কিন্তু খারিজ হয়েছে। আদালত অবমাননা করার মত নাগরিক আমি না। খারিজ হওয়ার পর আমাকে আলাদত যে রায় দিয়েছে সে হিসেবে দায়িত্ব পালন করছি।
তিনি শুধু নির্বাচনের জন্য কাজ করেন না জানিয়ে এই নায়িকা বলেন, আমি যখন নির্বাচন করিনি । আমি কি তখন আসতাম না।আপনারা দেখেছেন ক-রো-নার সময় আমি এফডিসিতে এসেছি। সেসময় সমিতির কেউ আমাকে আসতে বলেনি। আমার মনে হয়েছে তাদের সাথে মাই দীর্ঘ সময় কাজ করেছি। এফডিসির সবার্থে আমি সবসময় কাজ করে আসছি। শুধু নির্বাচনের জন্য এতসব কাজ করিনি।
সর্বশেষ তিনি জানান, একটা কথা বলতেই হয়। সিনেমা হলের চিত্র কিন্তু ভিন্ন। আলহামদুলিল্লাহ, এত ভালো চিত্র যে। আমি এফডিসিতে গেলে আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসছে। সিনেমায় নতুন জোয়ার আসছে। সিনেমা যদি না বাঁচে, শিল্পী সমিতি বাঁচবে না। আমি সব সময় সিনেমার জন্য কাজ করছে, যতদিন বেঁচে থাকবো কাজ করে যাবো নিজের ও শিল্পী সমিতির জন্য।