বহুদিন পর ফিরলেন মৌসুমী

| আপডেট :  ১ নভেম্বর ২০২২, ০২:০৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ নভেম্বর ২০২২, ০২:০৪ অপরাহ্ণ

বেশ কিছু দিন যাবত বাংলা চলচিত্রের খাইরুন সুন্দরী খ্যাত অভিনেত্রী মৌসুমী আলোচনায় ছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে। চিত্রনায়ক জায়েদ খানের সাথে সম্পর্কের জল ঘোলা হয়েছে এরই মধ্যে। স্বামী ওমর সানীর ফেসবুক স্ট্যাটাস এবং মৌসুমীর নিজের বক্তব্যে আলোচনার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। সেই সাথে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অভিনেতা জায়েদ খানকে চড় মেরে ব্যক্তি জীবনের কলহের বিষয়টি প্রকাশ্যে আনেন ওমর সানী।

এবার বহুদিন পর ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত ছবি ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। ফের বড় পর্দায় দেখা মিলবে নন্দিত এই অভিনেত্রীর।

এতে মৌসুমীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর প্রমুখ। এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরা নিয়ে মৌসুমী বলেন, ”সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমার বাঁকবদল হয়েছে। তাই বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য যে ধরনের গল্প ও চরিত্র খুঁজছিলাম, তা পেয়েছি ‘দেশান্তর’ ছবিতে। তাই আনন্দ নিয়েই এ ছবিতে কাজ করেছি।

তিনি আরও বলেন, ‘দেশান্তর’ দেশভাগ আর মানবিক প্রেমের গল্প নিয়ে নির্মিত। আমরা এর আগে বিভিন্ন ছবিতে দেখেছি, দেশে কোনো বড় ধরনের স’হিংসতার পর একটি সম্প্রদায়কে অন্য ভূখণ্ডে চলে যেতে। কিন্তু সবাই তো দেশ ছেড়ে যাননি। কেউ কেউ অন্য সম্প্রদায়ের সঙ্গে থেকে গেছেন।

স’হিংসতার পর দেশে থেকে যাওয়া সেইসব মানুষের গল্পই বলা হয়েছে ‘দেশান্তর’ ছবিতে। পরিচালক আশুতোষ সুজন উপস্থাপনায় মুনশিয়ানার ছাপ রেখেছেন। ছবি দেখার পর দর্শকও সে কথা স্বীকার করবেন বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ৪ মার্চ পারিবারিকভাবে বিয়ে করেন এ তারকা যুগল। শুরুতে দুজন পরিচালক ছাড়া কেউ জানতেন না মৌসুমী ও ওমর সানীর বিয়ের কথা। তবে কয়েক মাস পর অ’ন্তঃসত্ত্বা হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে সবাইকে নিজেদের বিয়ের কথা জানিয়ে দেন এ তারকা জুটি।