একের পর এক রেকর্ড গড়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন মিম!

| আপডেট :  ১ নভেম্বর ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১ নভেম্বর ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল এবং ব্যস্ততম অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। ‘পরাণ’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের পর থেকে বিশেষভাবে আলোচনায় আছেন তিনি। পাচ্ছেন দর্শকদের কাছ থেকেও বিশেষ প্রশংসা।

আবারও স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প অবলম্বনে রায়হান রাফি পরিচালিত ছবি ‘দামাল’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মীম। তাঁর সফলতার ঝুড়িতে একাধিক ব্যবসাসফল সিনেমা।

গত শুক্রবার জনপ্রিয় এই অভিনেত্রী আবারও বড় পর্দায় হাজির হন তাঁর নতুন ছবি ‘দামাল’ নিয়ে। সুপার ডুপার হিট এই সিনেমায় ‘হাসনা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। হাসনা একদিকে যেমন সরলমনা এক মিষ্টিমুখ মেয়ে, অন্যদিকে সে ভয়ানক অগ্নিরূপী এক কন্যা। দামাল সিনেমা মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন মিম। তিনি নিজেকেই একের পর এক ছাড়িয়ে যাচ্ছেন। ভাঙছেন নিজেরই রেকর্ড।

মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে দারুণ গল্পের এক সিনেমা এই দামাল। এই ফুটবল দলটি খেলার সমুদয় অর্থ সংগ্রহ করে মুক্তিবাবহিনীর হাতে তুলে দেয়। শুধু তাই নয়, দলের সদস্যরা মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের গৌরবময় ইতিহাসে যে অবদান রেখেছে, সে গল্পও তুলে ধরা হয়েছে সুনিপুনভাবে।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। ‘দামাল’ এ মীমের সাথে রয়েছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, শাহনাজ সুমি, রাশেদ অপু, সামিয়া অথৈসহ একঝাঁক অভিনয় শিল্পী। সিনেমায় মূল নারী চরিত্রে অভিনয় করেছেন মিম।

দামাল সিনেমায় নিজের অভিনয় সম্পর্কে মীম বলছেন, ‘পরান দেখে মানুষ মিমকে গালি দিয়েছে, আর দামাল দেখে মিমকে দর্শক প্রশংসায় ভাসাচ্ছে, হাততালি দিচ্ছে। এমন চরিত্রে আমাকে আগে কখনও দেখা যায়নি। তাই দর্শকরা খুব উৎসাহ দিচ্ছেন। টিমের সাথে হল ভিজিটে যাচ্ছি, দর্শকের প্রচুর ভালোবাসা পাচ্ছি। যারাই দেখছেন, খুবই ভালো বলছেন।’

শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই হাউজফুল দর্শক দেখা গেছে। শুধু তাই নয়, সিঙ্গেলে স্ক্রিন মধুমিতা হলেও চোখে পড়ার মত দর্শক দেখা গেছে। আর যারাই ছবিটি দেখেছেন, তাঁদের সবারই মন ছুঁয়েছে বলে তাঁরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ তো এমনও বলছেন, ‘দামাল’ এ বছরের সেরা ছবি!

প্রসঙ্গত, বর্তমানে একসাথে তাঁর দুটি সিনেমা দামাল এবং পরাণ চলছে মাল্টিপ্লেক্সগুলোতে। ফলে হলে গেলেই দর্শকরা দেখতে পাচ্ছেন ঘুরেফিরে মিমকেই। তাই বর্তমানে ঢালিউড ডিভাদের মধ্যে বেশি চর্চায় আছেন ইংরেজি সাহিত্যে স্নাতকধারী মেধাবী এই অভিনেত্রী।