ছবির পর এবার ভিডিও প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিলেন পূজা চেরী

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২২, ০১:৩০ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২২, ০১:৩০ অপরাহ্ণ

বর্তমান সময়ের সম্ভাবনাময়ী অভিনেত্রীদের মধ্যে অন্যতম পূজা চেরি। নায়িকা হিসেবে যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যেই অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন সমালোচকদের। তবে বর্তমানে শুধুমাত্র অভিনয় নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

গুঞ্জন রয়েছে অপু বিশ্বাস এবং বুবলীর পর শাকিব খানের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। এমনকি তারা করেছেন বিয়েও। দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে সংবাদও প্রকাশ করেছে। তবে শাকিব খান এবং পূজা চেরি উভয়েই বিষয়টি অস্বীকার করেছেন, এমনকি শাকিব খান গ্রহণ করেছেন আইনি ব্যবস্থাও।

সেসব ক্ষয়ে যাওয়া কথা। টাটকা কথা হলো পূজা চেরী বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছেন। তার রেশ কাটতে না কাটতে সোমবার দুপুরে ভিডিও ছেড়ে তুমুল আলোচনার সৃষ্টি করেছেন।

রবিবার প্রকাশিত এসব ছবিতে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন পূজা। কেউ কেউ পূজাকে এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করছেন। আলিয়ার সাম্প্রতিক সময়ের মুক্তি পাওয়া গাঙ্গুবাঈ চলচ্চিত্রের চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন। ছবিতে পূজা লিখেছেন, ‘সবকিছুরই সৌন্দর্য আছে, সবাই এই সৌন্দর্য দেখতে পায় না।’

এই ছবির পরেই ফটোশুটের ভিডিওপ্রকাশ করেছেন পূজা। আর এই ভিডিও হুমড়ি খেয়ে দেখছে নেটিজেনরা। শুধু তাই নয় মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেতিবাচক-ইতিবাচক দুই ধরনের মন্তব্যই দেখতে পাওয়া যাচ্ছে।

কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পূজা চেরীর নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল। শাকিব খান বিতর্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যাক্তিগত কারণ দেখিয়ে ওই অনুষ্ঠানে অংশ নেননি। অথচ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে ফেসবুকে জোরালোভাবে জানান দিয়েছিলেন অভিনেত্রী।

এর আগে, শাকিব এবং বুবলীর একাধিক ঘনিষ্ঠ সূত্র দাবি করে গুণীন সিনেমায় শ্যুটিং করতে গিয়েই শাকিব এবং পূজার ঘনিষ্ঠতা তৈরি হয়, আর এর জেরেই শাকিব এবং বুবলীর সম্পর্কের চূড়ান্ত অবনমন ঘটে। এমনকি শাকিবের বাসায় পূজা এবং বুবলীর হা’তাহাতিও হয়। এর পরপরই সন্তানের বিষয়টি সামনে আনেন বুবলী।