সব
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দেশের আনাচাকানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তার লাখ লাখ ভক্ত। ভক্তরা তাকে ঢালিউড কুইন নামেই আখ্যা দিয়ে থাকেন। অপু বিশ্বাসকে এক নজর দেখতে দর্শকদের ভিড় হবে এটায় সবাভাবিক,কারণ তিনি এত জনপ্রিয় একজন অভিনেত্রী।
শুক্রবার (২৮ অক্টোবর) কুড়িগ্রামা কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে তিনি একটি গ্লামার গার্ডেন শো-রুম উদ্বোধন করেছেন। এসময় গ্লামার গার্ডেনের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস।
সেখানে অপু বিশ্বাসের উপস্থিতির কথা ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় জমায়।এসময় সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় পুলিশ। এসময় ফিতা ও কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস।
গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জয়, পরিচালক হাফেজ মো. জহিরুল ইসলাম, গ্লামার গার্ডেন শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।