নৃত্য পরিচালক মাসুম বাবুলের চিকিৎসায় ৫ লাখ টাকা দিলেন দানবীর কাদির মোল্লা

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২২, ০৩:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২২, ০৩:৫৭ অপরাহ্ণ

মাসুম বাবুল। ঢাকাই সিনেমার প্রবীণ নৃত্য পরিচালক। যার নির্দেশনায় পর্দায় ঝড় তুলেছেন নানা প্রজন্মের নায়িকারা। এমনকি শাবানা থেকে শাবনূর। তৈরি করেছেন অনেক শিষ্য। যারা এখনও সিনেমার মাঠে সরব।

তিনি এখন আর সিনেমায় কাজ করেন না৷ ক্যান্সার আক্রান্ত হয়ে ওষুধ আর নিয়ম নীতির কড়া শাসনে কাটছে সময়। ব্যায়বহুল চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। কয়েক দফায় অর্থ সহায়তা পেয়ে কোনোমতে চলছে চিকিৎসা। তাঁকে অর্থ সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুম বাবুল বর্তমানে একটু স্থিতিশীল রয়েছেন তার ভাই৷ মাঝখানে মাসুম বাবুলের অবস্থা ছিল আশঙ্কাজনক। কেমোথেরাপি শুরু করার পর এখন খানিকটা ভালো আছেন।

এবার তার পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি কাদির মোল্লা। রবিবার (২৩ অক্টোবর) এফডিসিতে মাসুম বাবুলের ছোট ভাই মাসুদের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন কাদির মোল্লার প্রতিনিধি অভিনেতা সনি রহমান। সনি জানালেন, আরও ৫ লাখ টাকা দেয়া হবে শিগগিরই।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক মিজানুর রহমান মিজান, ক্যামেরা ম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, অভিনেতা মারুফ আকিব, অভিনেত্রী জেসমিনসহ অনেকেই।

মাসুম বাবুলের ভাই মাসুদ কাদির মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জীবনের এই সময়ে এসে আমার ভাই অনেক কষ্ট করছেন৷ আজ যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা কাদির মোল্লা সাহেবের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের প্রিয়জন মাসুম বাবুলের পাশে দাঁড়িয়েছেন। এর আগে তিনি আমাদের এফডিসিতে বিশাল একটি মসজিদ করে দিয়েছেন৷ তার প্রতি আমরা কৃতজ্ঞ।