সব
জন্মদিন ধুমধাম করে প্রতিবার পালন করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি জানিয়েছেন এবারের অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন অনেক স্পেশাল পরীর কাছে। কেননা, এবার বিশেষ দিনে সঙ্গে থাকবেন পরিবারের নতুন সদস্য রাজ্য। মা হওয়ার পরে এবারই প্রথমবার সন্তানের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি।
পরীমনি এবারের জন্মদিন নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, আমার জন্মদিন সব সময় স্পেশাল। এবারও স্পেশাল। মজা করে দিনটি উদ্যাপন করতে চাই। মন খারাপ করতে চাই না।
পরীমনি আরও বলেন, জন্ম নিয়ে আমি আসলে অনেক হ্যাপি। আল্লাহর কাছে শুকরিয়া। এবার তো আনন্দের মাত্রা অনেক বেড়ে যাবে। কারণ এবার আমি একা না, রাজ্য (পরীর সন্তান) আছে আমার সাথে। তাই খুব আনন্দের সাথে, স্পেশালভাবে দিনটি উদ্যাপন করতে চাই।
জন্মদিনের অনুষ্ঠানের ড্রেসকোড নিয়ে পরী বলেন, এবার আকাশি-সাদার সমন্বয় হতে পারে। নাও হতে, হা হা হা। ভাবছি, আকাশি-সাদা অথবা ফিরোজা-সাদা রঙের সমন্বয় করতে পারি। তবে এবার ড্রেসকোড আগেই জানিয়ে দেব।