সানি লিওনকে অনুসরণ করেন পরীমণি

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২২, ০৮:০৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২২, ০৮:০৭ অপরাহ্ণ

বাংলাদেশের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যায় বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র তারকা তিনি। লাস্যময়ী এ অভিনেত্রী নিজের সৌন্দর্যের জন্য আলোচিত হলেও ব্যক্তিগত জীবনে রয়েছে বেশকিছু বিতর্কও।

ব্যক্তিজীবনের এ বিতর্কের জেরে একাধিকবার সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। আর এবার এই অভিনেত্রী যেসব ব্যক্তিদের অনুসরণ করেন তাদের মধ্যেও পাওয়া গেছে বিতর্কিতদের নাম।

পরীমনির ভেরিফাইড আইডিতে বর্তমানে অনুসরণকারী রয়েছেন ১৫ মিলিয়ন। আর এই অভিনেত্রী অনুসরণ করছেন এমন ব্যক্তিদের তালিকায় রয়েছেন শরীফুল ইসলাম রাজ, শাকিব খানসহ হলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের নামও।

পরীমণির অনুসরণীয় ব্যক্তিদের তালিকায় থাকা সানি লিওন বর্তমানে হলিউডে নিজের অবস্থান স্থায়ী করলেও একসময়ে নীল সিনেমায় অভিনয় করায় বিতর্ক পিছু ছাড়ে নি এই অভিনেত্রীর। এখনও প্রায়ই এই অভিনেত্রীকে তার অতীত জীবন নিয়ে কটাক্ষ শুনতে হয়। এমনকি একাধিক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজেও তার অতীত জীবন নিয় অনুতপ্ত।

প্রসঙ্গত, দেশের অন্যন্য অভিনেত্রীদের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পরীমনি। প্রায় নিয়মিতই তিনি তার ব্যক্তিজীবনের বিভিন্ন অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুসারীদের সাথে ভাগাভাগি করেন, এছাড়া বিভিন্ন সামাজিক আলোচিত বিষয়েও প্রায়শই নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী।