সাত সকালে গাজীপুরে বাসের ধাক্কায় প্রা’ণ গেল ৪ জনের

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচা’পায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহী নি’হত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দু’র্ঘটনা ঘটে।

বি’ষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নি’হত হন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আ’টক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী প’লাতক রয়েছেন।