সব
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পোস্টার বয় খ্যাত শাকিব খান বর্তমানে দুই সন্তানের জনক। মাত্র কয়েকদিন আগেই জনপ্রিয় এই অভিনেতা তার দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেছেন। আর এর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বীর।
ইতোমধ্যে অনেক শাকিব ভক্তই বলছেন শাকিব খানের সাথে তার প্রথম সন্তান আবরার খান জয়ের তুলনায় বীরের বেশি মিল রয়েছে। এমনকি অনেকে ধারণা করছেন হয়ত বাবা-মায়ের হাত ধরে বীরও ভবিষ্যতে চলচ্চিত্রেই আগাবে এবং বীরই চলচ্চিত্রে শাকিব খানের উত্তরসূরী হবেন।
তবে বুবলী এবং শাকিব খানের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে এখনও বীর ভবিষ্যতে কোন ক্যারিয়ার বেছে নিবে এ বিষয়ে কিছু ভাবেননি তারা। এই দুই অভিনয়শিল্পীই চান সন্তান বড় হয়ে তার মত সিদ্ধান্ত গ্রহণ করবে, নিজেই সিদ্ধান্ত নিবে সে বাবা মায়ের মত চলচ্চিত্রে ক্যারিয়ার গড়বে নাকি ভিন্ন পথে হাঁটবে।
এর আগে, ৩০ সেপ্টেম্বর সর্বপ্রথম বীরের ছবি ও পরিচয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন বুবলী। পরবর্তীতে একই ক্যাপশনে বীরের ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খানও। এই সেলিব্রিটি দম্পতি জানান, প্রায় আড়াই বছর আগে বাবা-মা হয়েছেন তারা।
প্রসঙ্গত, ২০১৮ সালে অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরবর্তীতে ২০২০ সালে জন্মগ্রহণ করে তাদের প্রথম সন্তান বীর। বর্তমানে গুঞ্জন চলছে প্রায় আট মাস আগে এই দম্পতির বিচ্ছেদ হয়েছে!