আমার মেয়েটা ছোট, দয়া করে ওকে বাঁ’চতে দিন: পূজা চেরির মা

| আপডেট :  ১১ অক্টোবর ২০২২, ১১:৩২ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ অক্টোবর ২০২২, ১১:৩২ অপরাহ্ণ

‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ।’ এমন করুণভাবে সবার কাছে অনুরোধ করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির মা ঝর্ণা রায়।

সম্প্রতি শাকিব খান আমেরিকা থেকে আসার পর থেকেই পূজা-শাকিবকে ঘিরে চলছে সময়ের আলোচনা ও সমালোচনা। নেটিজেনরা তাদেরকে ঘিরে নানা রকম মন্তব্য করছে। উঠছে বিভিন্ন বিষয়ে গুঞ্জন।

এবিষয়ে দেশের এক জাতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পূজা চেরির মা এর ভাষ্য, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। এসব কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

পূজা চেরির মা আরও জানান, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কি করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’

এদিকে, নেটিজেনরা মনে করছেন শাকিবের সাথে পূজা চেরির বিয়ে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর তাদের দু’জনাকে নিয়ে গুঞ্জন আরও আলোচিত হয়ে উঠেছে। যদিও পূজা চেরি জানিয়েছন তার ভিসা পাওয়াতে শাকিব খানের কোন হাত নেই।