দ্বিতীয় বিয়ের গুঞ্জন; সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না : অপু বিশ্বাস

| আপডেট :  ১০ অক্টোবর ২০২২, ০২:১৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১০ অক্টোবর ২০২২, ০২:১৯ অপরাহ্ণ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান এবং বুবলী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতি তাদের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনলেও তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে ইতোমধ্যে বিচ্ছেদও হয়ে গিয়েছে তাদের।

আর এই আলোচনার মাঝেই নতুন গুঞ্জন শুরু হয়েছে অপু বিশ্বাসকে ঘিরে। মূলত এবারের দুর্গা পূজা কলকাতায় কাটিয়েছেন নায়িকা অপু বিশ্বাসের। সেখানেই দুর্গাপূজার অনুষ্ঠানে সিঁদুর দেখা যায় তার। আর এ নিয়েই গতে কয়েকদিন ধরে চলছে জোর গুঞ্জন।

বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনার পর এবার নিজেই এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।

প্রসঙ্গত, ২০০৮ সালের এপ্রিলে শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর পর ২০১৮ সালে বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর এ নিয়েই শাকিব – অপুর সম্পর্কের চূড়ান্ত অবনমন ঘটে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের।