ছেলে শেহজাদ বীরকে কোরআনের হাফেজ বানাতে চান শাকিব

| আপডেট :  ৪ অক্টোবর ২০২২, ০৩:৫৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ অক্টোবর ২০২২, ০৩:৫৫ অপরাহ্ণ

বুবলী ও শাকিব খানের ছেলে নাম শেহজাদ খান বীর। বীরের বয়স মাত্র আড়াই বছর। ছেলেকে কোরানের হাফেজ বানাতে চান শাকিব। জানা গেছে, ছেলের বয়স পাঁচ বছর হলেই তাকে মাদ্রাসায় ভর্তি করার পরিকল্পনা আছে শাকিব খানের।

তবে, ছেলের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেনি বুবলী-শাকিব। ছেলে ছবি এবং বিয়ের কথা প্রকাশ্যের আনার পর থেকেই ছেলে বীরের জন্য দোয়া চেয়েছেন এই দম্পতি। গত ২০২০ সালের ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে শেহজাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম হয় শেহজাদের। সন্তানসম্ভবা হলে ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী।

গেল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছেলের নাম ও ছেলের বাবার নাম পোস্ট করেন বুবলী। তার দেওয়া পোস্টে বুবলী লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

সন্তানকে গর্ব ও শক্তি মনে করে তিনি আরো লেখেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

এই একই স্ট্যাটাস ২০ মিনিট পরে ঢালিউডের সুপারস্টার শাকিব খানও তার নিজের ভেরিফাইড পেজে ছেলে ও তার ছবি দিয়ে একই ক্যাপশন দিয়ে স্ট্যাটাস দিয়ে বীরকে ছেলে হিসেবে স্বীকার করেন শাকিব খান।