টাকার অভাবে চিকিৎসা করতে না পারা সেই নায়িকার পাশে দাঁড়ালেন শাহনূর

| আপডেট :  ৪ অক্টোবর ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ অক্টোবর ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ণ

নায়করাজ রাজ্জাক প্রযোজিত সুপার হিট সিনেমা ‘ঢাকা ৮৬’। এতে বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁ’ধেছিলেন চিত্রনায়িকা রঞ্জিতা। সিনেমার পাশাপাশি এতে থাকা শাকিলা জাফর ও তপন চৌধুরীর গাওয়া ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানটি আজও মানুষের মুখে মুখে। সেসময়ে জনপ্রিয় নায়িকা আজ হাসপাতালের বিছানায়।

প্যারালাইজড হয়ে বর্তমানে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ভর্তি হয়েছেন তিনি। আর তাকে দেখতে গতকাল রোববার হাসপাতালে ছুটে যান চিত্রনায়িকা শাহনূর। দেশবাসীর কাছে রঞ্জিতার জন্য দোয়া চেয়ে তিনি।

শাহনূর বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবার প্রিয় নায়িকা রঞ্জিতা আপু, তিনি ব্রেন স্ট্রোক করেন এবং তার বাম সাইড প্যারালাইজড হয়ে গেছে। আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আপুর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তার চিকিৎসার খরচ বহন করার মতোও কোনো সামর্থ্য নেই। আমি সবাইকে আহ্বান করব তার পাশে দাঁড়ানোর জন্য।’

এদিকে, গত বুধবার নিজ বাসায় স্ট্রোক করেন চিত্রনায়িকা রঞ্জিতা। পরদিন তাকে হাসপাতালে নেওয়া হয়। স্ট্রোক করার পর তার বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে বলে জানান এই চিত্রনায়িকা।

রঞ্জিতার ভাষ্য, ‘আমার কথা বলতে ক’ষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। উপার্জনের পথও নেই। আর আমার চিকিৎসার খরচও নাকি অনেক ব্যয়বহুল। তাই মমতাময়ী প্রধানমন্ত্রী সাহায্য ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও সহযোগিতার আহ্বান জানান এই চিত্রনায়িকা। উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে রঞ্জিতাকে। রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’, ‘জিনের বাদশা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে সেসময় তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন।