শাকিবের নামে হাতে ট্যাটু করলেন বুবলী

| আপডেট :  ৩ অক্টোবর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ অক্টোবর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ণ

শাকিব-বুবলীকে নিয়ে আলোচনা সমালোচনা যেনো থামছেই না। একসময়ের সংবাদপাঠিকা বুবলী চলচ্চিত্রে আসার পর থেকেই গুঞ্জন ছিলো শাকিব খানের সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি৷ কিন্তু সবসময় সেই গুঞ্জন অস্বীকার করতেন শাকিব-বুবলী।

তবে সম্প্রতি তাদের প্রথম সন্তান বীরের জন্মগ্রহণের সংবাদ প্রকাশের পর প্রমাণ হয়েছে পূর্বের গুঞ্জন মিথ্যা ছিলো না। সত্যিই সম্পর্কে জড়িয়েছেন শাকিব-বুবলী। পর্দার জনপ্রিয় এই জুটি লোকচক্ষুর আড়ালে থেকে আমেরিকাতেই জন্ম দিয়েছেন নিজেদের প্রথম সন্তানের।

এদিকে, সন্তানের ছবি প্রকাশ্যে আনলেও এই জুটিকে নিয়ে এবার শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন৷ অনেকেই দাবি করেছেন আর একসাথে থাকছেন না এই দম্পতি। তবে এসব গুঞ্জনের মাঝেই নতুন আলোচনার জন্ম দিয়েছে বুবলীর হাতের ট্যাটু। নিজের হাতে ইংরেজি দুটো বর্নের ট্যাটু করিয়েছেন এই নায়িকা যার একটি বর্ণ ‘এস’ এবং অপরটি ‘বি’। ধারণা করা হচ্ছে শাকিবের প্রতি ভালোবাসা প্রকাশেই তার নামের আদ্যাক্ষরের ট্যাটু করিয়েছেন বুবলী আর বি দ্বারা প্রকাশ করেছেন নিজের নামের আদ্যাক্ষর।

এর আগে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি একসাথে শ্যুটিংয়ে ফিরেছেন এই দম্পতি। তবে জানা গেছে, দিনভর শুটিং করলেও শাকিব–বুবলী কেউ কারও সঙ্গে কথা বলেননি। এমনকি দৃশ্যধারণ শেষ হতে না হতেই দুজনেই আলাদা দুই জায়গায় গিয়ে বসেন। পরিচালকের ডাক পড়লে আবার তাঁরা ক্যামেরার সামনে এসে দাঁড়াতেন।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে শাকিব খান ও বুবলীর আড়াই বছর বয়সী সন্তান শেহজাদ খানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাঁদের ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। ফেসবুকে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনে তাঁদের সন্তানের খবরটি প্রকাশ্যে আনেন।