বাংলাদেশে পাপারাজ্জি’র জনক শাকিব খান

| আপডেট :  ২ অক্টোবর ২০২২, ১১:১৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ২ অক্টোবর ২০২২, ১১:১৬ অপরাহ্ণ

মিডিয়ার মুখোমুখি হতে না চাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক নেয়া হয়েছে কঠিন নিরাপত্তা ব্যবস্থা। রাখা হয়েছে বেশ কিছু সিকিউরিটি গার্ড। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শাকিব খান-বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। ছবিটি পরিচালনা করছেন তপু খান। শাকিবের সঙ্গে বুবলী অভিনয় করছেন ছবিটিতে। পরিচালক দাবি করেন, বাংলাদেশে পাপারাজ্জি কালচারের জনক শাকিব খান।

শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী এদিন সকাল সাড়ে ১০টায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নেন। এরপর অনেক রাত পর্যন্ত লাইট ক্যামেরার সামনে থেকে গানের কাজ শেষ করতে হয়। শুটিংয়ে দুজনের রসায়ন খুব স্বাভাবিকভাবেই ক্যামেরায় উঠে এসেছে বলে জানালেন তপু খান।

এই সিনেমার শুটিংয়ে আশ্রয় নেওয়া হয়েছিল কঠোর গোপনীয়তার। এর পরও গণমাধ্যমকর্মীরা শাকিব খানের ছবি তোলার জন্য অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। কঠোর নিরাপত্তায় পাঁচতারা হোটেলে শুটিং হলেও সেখানে সাধারণের যাতায়াত ও সব ধরনের ক্যামেরা বহন ছিল নিষেধ। তবু নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দু-একটি টেলিভিশন গণমাধ্যম ঢুকে পড়েছিল। শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনারগাঁও হোটেলের ফটকের আশপাশে প্রচুর ভিড়। শাকিব খানকে একনজর যেমন দেখতে চান তেমনি সুযোগ পেলেই ক্যামেরায় ধারণ করতে চান কেউ কেউ।

জানা গেছে, শুধু শাকিব খানের শুটিংয়ের ভিডিও ফুটেজ ধারণ করার জন্য দু-একটি বেসরকারি টেলিভিশনের কর্মীরা বুফে ডিনার খেতে গিয়েছিলেন সোনারগাঁও হোটেলে। শাকিব খানের সঙ্গে ছবি তুলতে না পেরে একটি শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিক শুধু নির্মাতার সঙ্গে ছবি তুলেই চলে এসেছেন।

তপু খান বলছেন, ‘আসলে দুটি টেলিভিশন চ্যানেলে এসেছিল ভিন্ন আয়োজনে। তারা কী করেছে দূর থেকে সেটা জানি না। আমাদের সেটের কাছাকাছি আসেনি। আসলে শাকিব ভাই কাজে ফাঁকি দিয়ে মিডিয়ার মুখোমুখি হতে চাইছিলেন না। তিনি কাজপাগল মানুষ। ফলে নিরাপত্তা বেষ্টনী ছিল কঠিন। প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক বেশ কিছু সিকিউরিটি গার্ড ছিল শাকিব ভাইয়ের নিরাপত্তায়, যেন কোনোভাবেই সাধারণ মানুষ শাকিব ভাইয়ের কাছে যেতে না পারে। ’

তপু খান বলেন, ‘এর পরও আমি দেখেছি শাকিব ভাইকে নিয়ে উন্মাদনা। গণমাধ্যমকর্মীর ভাইয়েরা সর্বোচ্চ চেষ্টা করেছেন একটি বক্তব্য নেওয়ার। কিন্তু শাকিব ভাই কাজে মগ্ন ছিলেন। প্রযোজনা সংস্থা শুটিং নষ্ট করে তো সেই সুযোগ তৈরি করে দিতে পারে না। এতে কাজের ক্ষতি হবে। স্বাভাবিকভাবেই শাকিব ভাইকে নিয়ে মিডিয়ার এই চেষ্টাই বলে দেয় বাংলাদেশে পাপারাজ্জি কালচারের জনক শাকিব খান। ’

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি কবে মুক্তি পেতে যাচ্ছে, এ বিষয়ে জানতে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান রবিবার দুপুরে বলেন, ‘ছবির শুটিং তো মাত্র শেষ হলো। এখন আমরা বেশি দেরি করবও না। সম্পাদনা ও আনুষঙ্গিক যে সকল কাজ রয়েছে, সেসব শেষ করেই মুক্তির প্রক্রিয়ায় যাব। ’

প্রসঙ্গত, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমেই তপু খান চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন।