পূজাকেই বিয়ে করতে চান শাকিব খান!

| আপডেট :  ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। তবে কোনো সিনেমার জন্য নয় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেতা। বিশেষত অপু বিশ্বাসের পর বুবলীর সাথেও বিয়ে এবং সন্তানের বিষয়টি গোপন করায় দর্শকদের নিকট বেশ সমালোচিত হচ্ছেন এই অভিনেতা।

তবে জানা গেছে, অপু এবং বুবলী শাকিব খানের সন্তানের মা হলেও শাকিব খান এখন বিয়ে করতপ চাইছেন পূজা চেরিকে। এমনকি তিনি পূজা চেরির বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন। শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আমেরিকা থেকে ফেরার পরপরই পূজাকে বিয়ের প্রস্তাব পাঠান শাকিব খান।

এফডিসি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, গলুই সিনেমায় অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়িয়ে যান শাকিব-পূজা। এমনকি শাকিবের বাসাতেও বেশ যাতায়াত করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। আর এর জেরেই ক্ষিপ্ত হয়ে বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আনেন বুবলী।

এর আগে, ২০১৮ সালে শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হন অপু বিশ্বাস। সকলের সামনে প্রকাশ করেন ২০০৮ সালেই বিয়ে করেছিলেন তারা। কিন্তু অপুর এই লাইভে আসার পর প্রথমে সবকিছু অস্বীকার করেছিলেন শাকিব খান, এমনকি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন। পরে অবশ্য সবকিছু স্বীকার করে নেন এই সুপারস্টার।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে পূজা বলেছিলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে যে কাজ করেন তাকে নিয়েই গুঞ্জন রটে। আমি পজিটিভ মানুষ। যারা এমন ভাবছেন তারা ভুল ভাবছেন। সিনেমায় যে চরিত্রটা আমরা করেছি সেটা দেখে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না।’