সব
বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। একসাথে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেয়া এই জুটিকে নিয়ে শুরু থেকেই প্রেমের গুঞ্জন থাকলেও দুজন বরাবরই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন।
তবে এই সকল গুঞ্জনের অবসান ঘটে ২০১৮ সালে। শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হন অপু বিশ্বাস। সকলের সামনে প্রকাশ করেন ২০০৮ সালেই বিয়ে করেছিলেন তারা। কিন্তু অপুর এই লাইভে আসার পর প্রথমে সবকিছু অস্বীকার করেছিলেন শাকিব খান, এমনকি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন। পরে অবশ্য সবকিছু স্বীকার করে নেন এই সুপারস্টার।
আর এবার প্রায় ৪ বছর পর আবারও বুবলীর ক্ষেত্রে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্টদের একাংশ। জানা গেছে, বীর সিনেমার শ্যুটিংয়ে ঘনিষ্ঠতা তৈরি হয় শাকিব-বুবলীর। মুসলিম রীতি অনুযায়ী বিয়েও করেন তারা। এরপর সন্তানসম্ভবা হয়ে পড়লে বুবলী উড়াল দেন আমেরিকায়, আর সেখানেই তাদের সন্তান জন্ম দেয়।
বুবলী এবং শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বুবলী গর্ভবতী হয়ে পড়ার পর শাকিব তার প্রতি যত্নশীল থাকলেও সন্তান জন্ম নেয়ার পর আর খোঁজ রাখেননি তিনি। এমনকি এখন তিনি বুবলীর সাথে বিয়ের বিষয় এবং সন্তানকেও অস্বীকার করেন।
ঘনিষ্ট সূত্র আরও জানিয়েছে, আমেরিকায় শাকিব-বুবলীর এ সন্তান জন্মের পর থেকেই অবহেলায় পড়েছে। ডেলিভারির সময় ২৫ হাজার ডলার পাঠান শাকিব, তাঁর পর আর কোন খরচ দেননি।
প্রসঙ্গত, টালিপাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিলো অপুর সাথে বিচ্ছেদের পর বুবলির সাথে সম্পর্কে জড়িয়েছেন শাকিব খান। এর মাঝে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলী।
গুঞ্জন ছিলো ওইসময় তিনি যুক্তরাষ্ট্রে ১১ মাস নিভৃতে ছিলেন মূলত অন্তঃসত্ত্বা থাকায় এবং সন্তান জন্ম দেন নিউ ইয়র্কে। দীর্ঘদিন বিষয়টি আড়ালে থাকলেও বিষয়টি আবার আলোচনায় আসে বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আসার পর।