সব
দুটি ছবি প্রকাশের পর তুমুল আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। দুই ছবির একটিতে তার গর্ভবতী হওয়ার বিষয়টি স্পষ্ট। এই ছবির পেছনের কাহিনী পরে খোলাসা হলেও থেমে নেই গুঞ্জন।
বুবলী যেদিন এই ছবি শেয়ার করেছেন, ঠিক সেদিনই ছিল শাকিব খানের একমাত্র সন্তান জয়ের জন্মদিন। জয়কে নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্ক অবনতি হতে থাকে। কিন্তু এই জুটির বিচ্ছেদের পর এবারই প্রথম বেশ হাসিমুখে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা।
ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে অপুকে কখনও মেনে নেননি ঢালিউডের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একটি দেশীয় গণমাধ্যমকে এসব কথা জানান শাকিব খান।
এসময় শাকিব খান বলেন, অপুর মিডিয়ায় সরাসরি সাক্ষাৎকারে এসে ‘এসব’ কথা বলা আসলে ষড়যন্ত্রের অংশ। অপু যদি স্ত্রীর মর্যাদা চাইতেন, তাহলে এভাবে এসে কথা বলতেন না। শাকিব বলেন, ‘সে যদি আমার ওয়াইফ হতো, তাহলে সে কি আমার কথা ছাড়া কোথাও যাবে? আরে ওর সঙ্গে তো আমার বিয়েই হয়নি!’
এই পুরো বিষয়টিকে তিনি তাকে, তার তারকা ইমেজ এবং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার বিশাল ষ-ড়-য-ন্ত্র হিসেবে দেখেছেন। অন্যদিকে অপু জানান, ২০০৮ সালে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এ সময় তার নাম পাল্টে রাখা হয় অপু ইসলাম খান।’
সময়ের আলোচিত সুপারস্টার শাকিব খান। আমেরিকা থেকে দেশে ফিরার পর থেকে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এবার বুবলী-শাকিবকে নিয়ে শুরু হয় গুঞ্জন। হঠাৎ বুবলীর মা হওয়া ও শাকিব খানের আমেরিকা স্থায়ী হওয়া যেন আর হচ্ছে না?