সব
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো। তিনি বিভিন্ন নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন। সম্প্রতি একইদিনে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ ও ‘কাইজার’।
দেশের জাতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিশো ছোট্ট পর্দা ছাড়িয়ে বড় পর্দায় ভবিষ্যতে আসার কথা জানিয়ে বলেন, সিনেমা নিয়ে ভাবিনি যে তা নয়, কিন্তু কোনোটাই এখনো ব্যাটে-বলে হয়নি। সিনেমা করার জন্য করব না। সিনেমা বুঝেশুনে করতে চাই। সিনেমা একটা করে দেখব, বিষয়টা মোটেও এমন নয়। আমি পরপর সিনেমায় অভিনয় করতে চাই।
‘সিন্ডিকেট’ ও ‘কাইজার’, কোনটি থেকে বেশি প্রশংসা পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, দুটিরই দর্শক প্রতিক্রিয়া ভালো পেয়েছি। কোনোটাকে এগিয়ে রাখব, তেমন নয়। দুটি কাজের জন্যই গ্রহণযোগ্যতা পেয়েছি। একই সময়ে দুটি কাজ মুক্তি পাওয়ার পর প্রশংসা পাওয়া বেশ ভালো লাগার।
তিনি আরও বলেন, আমি অভিনয়ের সঙ্গে আছি। সফলতা তখনই আসে, যখন শুধু ভালো অভিনয় তখন নয়, একই সঙ্গে অভিনয় দিয়ে আমজনতার সঙ্গে যোগাযোগ তৈরি হয়, জনপ্রিয় হওয়া, সমৃদ্ধ হওয়া, আমি যে কথাটা সবার কাছে পৌঁছাতে চাই, তা সঠিকভাবে পৌঁছাতে পারলাম কি না। শুধু ভালো কাজ করলাম, কিন্তু এটার সঙ্গে তো ব্যবসাও গুরুত্বপূর্ণ।