সব
নায়ক হিসেবে বেশ পরিচয় রয়েছে চিত্রনায়ক অমিত হাসানের। তবে বর্তমানে খলনায়কের চরিত্রেও তার কদরের কমতি নেই। সকলের কাছে খলনায়ক হিসবে জায়গা করে নিশেছেন তিনি।
তার দীর্ঘ এই ক্যারিয়ার জীবনে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আর এই নায়কের সাথেই এবার সাক্ষাৎ করে এক টেবিলে খাবার খেলেন তারা।
গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কিংবদন্তি আনোয়ারা বেগমের মেয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির আমন্ত্রণ পেয়েছিল অমিত হাসান ও হিরো আলম। আর সেখানেই সাক্ষাৎ হয় দুজনের। তারা একটি সংলাপেও অংশ নিয়েছিল।
অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপচারিতার পর এক সময় অমিত হাসান হিরো আলমের মাথায় হাত রেখে আশির্বাদ করেন। এরপর তারা দুজনে একসঙ্গে দুপুরের খাবার খান।
হিরো আলম জানান, “মুক্তি আপা আমাকে একটি সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলো। সেখানে অমিত হাসান ভাইও ছিলেন। তিনি খুবই ভালো মানুষ। আমাকে আশির্বাদ করেছেন। তার ক্যারিয়ারের নানা বিষয়ের গল্প শুনিয়েছেন।”