কুয়াকাটায় এক ট্রলারেই ধরা পড়ল ১০ লাখ টাকার ইলিশ!

| আপডেট :  ৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৮ অপরাহ্ণ

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ৩৫ মণ ইলিশ ধরা পড়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার জেলে সিদ্দিক মিয়ার ট্রলারে গত ৭ দিনে ইলিশগুলো ধরা পড়ে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে ফিরে ওই জেলে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেন।

এ বিষয়ে ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, ৭ দিন আগে ১৮ জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে যায় তার ট্রলারটি। আজ ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। এরমধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছেন ২৭ মণ। এ ছাড়াও বিভিন্ন প্রজাতির কিছু ছোট মাছ পেয়েছেন। মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

ট্রলারের মাঝি এমাদুল মিয়া বলেন, ৩৫ মণ মাছ বড় বা মাঝারি সাইজের হলে অন্তত ২০ লাখ টাকায় বিক্রি হতো। মাছের সাইজ ছোট থাকায় ১০ লাখ টাকা হয়েছে। তারপরও বেশি মাছ ধরা পড়ায় আমরা খুশি।

অধিকাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে জানিয়েছেন মহিপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। অনেক জেলে মারাও গেছেন।

এরপর আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে সাগরে যান। তবে সেভাবে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা। সেদিক থেকে সিদ্দিক মিয়া ভাগ্যবান। অন্যদের তুলনায় তিনি অনেক ইলিশ পেয়েছেন। দামও ভালো পেয়েছেন তিনি।