সুযোগ হাতছাড়া হলে আর আসে না, তাই না বলিনি: নোরা ফতেহি

| আপডেট :  ৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ

যখন নোরা ফতেহির কেবল উঠতি ক্যারিয়ার, তখন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ দেখা গিয়েছিল নোরাকে। এসময় নানা বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে অনেকেই রিয়েলিটি শোতে যেতে নিষেধ করেছিলেন। বলা হয়েছিল, গেলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বাক্স-পেটরা গুছিয়ে আবার কানাডায় ফিরে যেতে হবে।’

নোরা ফতেহি বলেন, ‘আমি কখনো কাজকে না বলিনি। কারণ, আমি জানি, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর ফিরে আসে না। তারকা সন্তান, স্বজনপ্রীতির সঙ্গে যুদ্ধ করে আমাকে সামনে যেতে হয়েছে। তাই না বলার দুঃসাহস ছিল না।’

সুদূর কানাডা থেকে মুম্বাইয়ে এসেছিলেন নোরা ফতেহি। কালার্স চ্যানেলে নাচের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র মঞ্চে একসময় দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে তাঁকে। আজ এই একই মঞ্চে বিচারকের আসনে তিনি। ঝলক দিখলা যা সিজন দশ-এ মাধুরী দীক্ষিত, করণ জোহরের সঙ্গে একই আসনে বিচারকের ভূমিকায় থাকবেন নোরা। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রথম আলোর সঙ্গে নোরার সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে ‘ঝলক দিখলা যা’ প্রসঙ্গ।

নোরা বলেন, ‘একসময় এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম স্রেফ মাধুরী দীক্ষিতকে কাছ থেকে দেখব বলে। কিন্তু আমার কপাল খারাপ—সেবার তিনি বিচারক ছিলেন না। কিন্তু সময়ের পরিক্রমায় এখন তাঁরই পাশেই আমি বিচারকের ভূমিকায়। সত্যি বলতে আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। করণ জোহর, মাধুরী ম্যামের সিনেমা দেখে বড় হয়েছি। আজ তাঁদের সঙ্গে এক আসনে।’

ভারতে আসার পর নোরার এ অর্জনে গর্বিত নোরার পরিবার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কানাডা থেকে এসে যা করেছি, সে জন্য আমার পরিবার, বন্ধুবান্ধব আমাকে নিয়ে গর্বিত। বলিউডে আমার কোনো গডফাদার ছিল না। বহিরাগত হওয়ায় কাউকেই চিনতাম না। আত্মবিশ্বাস ও নিজের পরিশ্রমের জোরে এখানে পৌঁছেছি।’

ক্যারিয়ারের শুরুতে হিন্দিতে একদমই স্বচ্ছন্দ ছিলেন না নোরা। কিন্তু এখন ভাষাটা রপ্ত করে ফেলেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘হিন্দিটা আরও ভালো করে রপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যখন হিন্দি পারতাম না, কিন্তু তামিল, তেলেগু লিরিকস শিখেছিলাম। সব সময় নিজেকে আরও সামনে যাওয়ার জন্য উৎসাহিত করি। নতুন কিছু না কিছু শিখতে ভালোবাসি। দক্ষিণে কাজের মাধ্যমে নাচের অনেক কিছু শিখেছি। নাচের আরও নতুন নতুন স্টেপ শিখছি।’

নাচের পাশাপাশি অভিনয়ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে চান নোরা। কেবল ‘আইটেম কন্যা’ পরিচয় নিয়ে থাকতে চান না। নোরা জানান, চলতি বছর তাঁকে বেশ কয়েকটি ভালো প্রজেক্টে দেখা যাবে। ছবিগুলো দিয়েই নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চান তিনি।