চাকুরী জাতীয়করণের দাবীতে ৫ অক্টোবর ঢাকায় অবস্থান ধর্মঘটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

| আপডেট :  ৩ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ

শামসুল হুদা লিটনঃ আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে ও শিক্ষক হত্যা,হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত মহা অবস্থান ধর্মঘট সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে দিনব্যাপী এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বিকাল ৩ টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির আয়োজিত পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজেটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

বাসিস ও বাকসিসের জাতীয় নির্বাহী কমিটির সভায় অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, ভোটার বিহীন সরকারকে মানুষ আর দেখতে চায়না। এ সরকারের অধীনে শিক্ষক কর্মচারীদের ভাগ্যের কোন পরিবর্তন হবেনা। এ সরকার লুটেরা। তারা জনগনের সম্পদ লুটপাট করে কানাডায় বেগমপাড়া, মালয়শিয়ায় সেকেন্ডহোম গড়ে তুলেছেন।তারা শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে দিয়েছে।

৫ অক্টোবরের মধ্যে চাকুরী জাতীয়করন না হলে শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতর কর্মসূচী দেয়া হবে। পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, অধ্যক্ষ সমিতির সভাপতি অধ্যক্ষ আঃ রহমান, কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যক্ষ নিজামউদ্দিন তরফদার, প্রিন্সিপাল সেলিম মিয়া, অধ্যাপক আব্দুল আউয়াল, কাজী মাঈনুদ্দীন আহমদ, এসএম বায়েজীদ, হারুনুর রশীদ গাজী, অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক নজরুল ইসলাম, আঃ রাজ্জাক, হোসাইনুল ইসলাম মাতবর, এস এম মমতাজ, এএসএম আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, একে ফজলুল হক, মোঃ মোমতাজ, অধ্যাপক এখলাসউদ্দিন, আঃ মজিদ, আবুল কালাম আজাদ,আঃ সাত্তার, অধ্যাপক নওশের আলী,অধ্যাপক আঃ হক, সাইদুর রহমান, অধ্যাপক আলী মূর্তজা,বিল্লাল হোসেন মিয়াজী, কমল কান্তি ভৌমিক, সাইফুল ইসলাম চৌধুরী, আঃ হাই, অধ্যাপক শামসুল হুদা লিটন, অধ্যাপক রিয়াজুল ইসলাম, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক শফিকুর রহমান, আবুল কালাম, সোহরাব হোসেন, অধ্যাপক হুমায়ন কবির মজুমদার, আব্দুল খলিল, আনোয়ার হোসেন, আহমদ আলী, মোখলেছুর রহমান, ফজলুল হক কুসুম, আলাউদ্দীন প্রমুখ। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলায় ৫ অক্টোবরের মহা অবস্থান ধর্মঘটকে সফল করার জন্য লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।