সংসার পাতলেও সোনিয়াকে বিয়ে করেননি টুটুল!

| আপডেট :  ১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ অপরাহ্ণ

প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদকে তালাক দেওয়ার এক বছর পর এসআই টুটুল টেলিভিশন উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে সংসার পেতেছেন, এমন খবর মিডিয়াতে আসে কিছুদিন আগে। তবে এবার জানা গেলো ভিন্ন কথা। সোনিয়াকে বিয়ে করেননি টুটুল। বুধবার ফোনে সংগীতশিল্পী পার্থ মজুমদারকে এই কথা জানিয়েছেন টুটুল।

পার্থ মজুমদারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, ‘আজকে (বুধবার) টুটুলের সঙ্গে কথা হয়েছে। তার ভাষ্যমতে, টুটুল এখনও সোনিয়াকে বিয়ে করেনি। বিয়ে করার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আমাকে।’

এস আই টুটুল এখন আছেন আমেরিকায়। সেখানে তিনি শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন বলে সংবাদ প্রকাশ হয় গত জুলাইয়ের ১৮ তারিখে। সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, টুটুল-সোনিয়া আলাদা থাকছেন। ‘টুটুল লাপাত্তা’ বলেও জানানো হয় একাধিক সংবাদে।

এ প্রসঙ্গে পার্থ মজুমদারের কাছে জানতে চাইলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘টুটুলের সেখানে অনেক পরিশ্রম করে থাকতে হচ্ছে। ওর পাশে কেউ নেই। সে মানসিকভাবেও বিপর্যস্ত। টুটুল ভালো নেই।

পার্থ জানান, তিনি কোনো একটি সংবাদে পড়েছেন যে সোনিয়ার কাছ থেকে জোর করে অর্থ নেয়ার চেষ্টা করেছেন টুটুল। বিষয়টি পার্থর একদমই ভালো লাগেনি। পার্থ বলেন, ‘টুটুলকে আমি যতটুকু চিনি, সে এ রকম মানসিকতার না।

পার্থ বলেন, আমি টুটুলকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি জোর করে অর্থ নেয়ার চেষ্টা করেছ?’ টুটুল উত্তরে পার্থকে বলেন, ‘আমেরিকায় আমার তিনটা শোর অর্থ সোনিয়ার কাছে জমা আছে। তাছাড়া আমি নিজেও আমার কিছু অর্থ তার কাছে জমা রেখেছি।’

মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসও দেন পার্থ মজুমদার। দীর্ঘ স্ট্যাটাসে টুটুলের সঙ্গে পার্থর আলাপচারিতার কিছু কথা তুলে ধরে পার্থ লেখেন, ‘আমি টুটুলকে সরাসরি প্রশ্ন করেছি, তুমি কি বিয়ে করেছ? ও আমাকে বলেছে, না করিনি, তবে হয়তো করব।

‘আমার কাছে তার লেখা আছে, কথা আছে, কিন্তু কারও বিশ্বাস করে লেখা নিজের একান্ত কথা প্রকাশ করার মতো বেইমানি আর কিছু নাই। তাই সে কাজটি করলাম না। আমি ওকে (টুটুল) বলেছি, বিয়ে করলে করেছ, না করলে করেছ, তা একান্ত তোমার ব্যাপার। ‘ও (টুটুল) আমাকে বলেছে, দাদা আমি করি নি। আমি অন্তত তোমাকে মিথ্যা কথা বলব না।’

সংগীতশিল্পী ও গণমাধ্যমকর্মী তানভীর তারেকের ফেসবুক স্ট্যাটাস দেয়ার ফলে ১৮ জুলাই টুটুল বিয়ে করেছেন বলে সংবাদ প্রকাশ হয়। তানভীর তারেক লেখেন, ‘অভিনন্দন নববিবাহিত যুগলকে। এস আই টুটুল দম্পতির প্রতি ভালোবাসা। ভালো থাকো তোমরা। সুখে কাটুক একটা জীবন।’

এসব বিষয় নিয়ে টুটুলের হোয়াটসঅ্যাপে চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি। টুটুল-সোনিয়ার বিয়ের খবরটি প্রকাশের পাশাপাশি এও জানা যায় যে, টুটুল-তানিয়ার ২২ বছরের সংসার ভেঙেছে। সে সময় বিষয়টি নিশ্চিত করেন তানিয়া আহমেদ। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। তাদের আছে তিন সন্তান।