সব
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তৃতীয় স্বামীর সঙ্গে আইনগতভাবে এখনও ডিভোর্স না হলেও তিনি নতুন করেছে প্রেমে মজেছেন। তার সেই নতুন প্রেমিক অভিরূপ নাগের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন এই অভিনেত্রী।
অভিরূপ গতকাল রাতে ইনস্টাগ্রামে অভিরূপ তার ড্রিম গার্লের কথা জানান। কেমন জীবনসঙ্গিনী পছন্দ করেন তা ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন। আর এই পোস্টে মন্তব্য করেছেন প্রেমিকা শ্রাবন্তী।
অভিরূপ তার পোস্টে লিখেন—‘আমার আদর্শ সঙ্গীর মাঝে পাগলামি রয়েছে। কিন্তু যার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলা যায়। আমার জন্য কেউ বেশি পাগল হয় না। তাই যত পাগলি ততই ভালো। আমি ক্রেজি মেয়েকেই ভালোবাসি।’ আর এই পোস্টে শ্রাবন্তী চোখে হাত রাখা বানরের ইমোজি শেয়ার করেছেন। যার অর্থ হলো লজ্জা মেশানো ভয়! অভিরূপের মন্তব্যে যে লাজে রাঙা নায়িকা, তা বেশ স্পষ্ট।
শ্রাবন্তীর জীবনের সঙ্গে অভিরূপের পরিবারও জড়িয়ে পড়েছে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। আরবানার অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’
প্রসঙ্গত, গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।
অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।
Attachments area