কেমন আছেন ‘মিঞা ভাই’, দেশে ফিরবেন কবে?

| আপডেট :  ২৪ আগস্ট ২০২২, ০৩:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ আগস্ট ২০২২, ০৩:৩৯ অপরাহ্ণ

আসল নাম আকবর হোসেন পাঠান। তিনি সবার পরিচিগ ফারুক নামেই। তিনি ঢালিউড সিনেমার নন্দিত ও জীবন্ত কিংবদন্তি। ফারুক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি এখনো সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, শারীরিক অসুস্থতার পর থেকে ২০২১ সালের মার্চ মাসে ওই হাসপাতালে ভর্তির পর থেকেই স্ত্রী ফারহানা পাঠান তার সঙ্গে থেকে সবকিছু খোজখবর রাখেন। ফারুকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো জানিয়ে স্ত্রী ফারহানা বলেন, বর্তমানে তার স্বামী ফারুক ভালো আছেন। এখন তাকে নিয়ে দেশে ফেরার পালা।

সম্প্রতি সিঙ্গাপুরে বাবাকে দেখতে গেছেন মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেন শরৎ এবং ভাগনি লিমা। এদিকে, সোস্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবিতে দেখা গেছে এই কিংবদন্তিকে।

চলতি মাসের ১৮ আগস্ট ছিলো ফারুকের জন্মদিন। জন্মদিনে তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়ে একটি ভিডিও বার্তা দেন।

১৯৭১ সালে ‘জলছবি’ চলচ্চিত্রতে অভিনয় শুরু করেন ফারুক। সিনেমাটি পরিচালনা করেন এইচ আকবর। এরপর ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেন ‘মিঞা ভাই’ খ্যাত এই অভিনেতা।