‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ

| আপডেট :  ২৩ আগস্ট ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৩ আগস্ট ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ

‘কৃষ্ণহীরক’ কিংবা ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাতি পান জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন। আজ (২৩ আগস্ট) তার জন্মদিন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আমার ঘুম ভাঙ্গাইয়া গেলরে মরার কোকিলে…, দুচোখে ঘুম আসে না…, কাল সারারাত ছিল স্বপনেরও রাত…, ও বন্ধু তুমি কই কই রে…, কই গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলায় খুঁজি তোমারে…। এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে চার দশকেরও বেশি সময় তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডার।

তিনি একাধিকবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগামী ২ থকে ৪ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠেয় ৩৬তম ফোবানা কনভেনশন ২০২২-এ পারফর্ম করবেন তিনি।

উল্লেখ্য, তার জন্ম ১৯৬৩ সালের ২৩ আগস্ট। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। নন্দিত এই কন্ঠশিল্পী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।