ফজরের নামাজের সময় থেকে রাত ১২টা পর্যন্ত ১০ মিনিট পর পর চলবে ট্রেন

| আপডেট :  ২২ আগস্ট ২০২২, ০৮:৩৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২২, ০৮:৩৩ অপরাহ্ণ

ঢাকার যানযট নিরসনে ২০১৬ সালে মেট্রো রেল নির্মাণ কাজ শুরু করে সরকার। ইতোমধ্যে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রো রেল। এ বছরের ডিসেম্বর মাসে জনসাধারণের চলাচলের জন্য চালু হবে মেট্রো রেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেনের কর্মক্ষমতা পরীক্ষাও প্রায় শেষ হয়েছে।

আজ (২২ আগস্ট) সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের এর এমডি এম এ এন ছিদ্দিক জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শেষ ধাপের পরীক্ষা। একে ইন্টিগ্রেশন বা সমন্বতি টেস্ট বলা হয়।

এম এ এন ছিদ্দিক জানান, প্রতিটি স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে কখন দরজা খুলবে কিংবা বন্ধ হবে আবার ট্রেনের ভেতর থেকে কন্ট্রোল রুমের সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন হবে সেই বিষয়গুলো খুঁটিনাটি দেখে নেওয়া হবে। এরপরের ধাপ বস্ন্যাংক টেস্ট বা যাত্রীবিহীন চলাচল সেখানে যাত্রীসহ কিভাবে ট্রেন চলাচল করবে সেই বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, ফজরের নামাজের সময় থেকে রাত ১২টা পর্যন্ত চলাচল করবে ট্রেন। যাত্রীর চাপের ওপর নির্ভর করে প্রথম দিন ১০ মিনিট পর পর এবং দ্বিতীয় দিন থেকে ৭ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। যাত্রীর চাপ বেশি হলে সময় আরও কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। স্টপেজে অপেক্ষমান যাত্রী থাকা সাপেক্ষে সাড়ে ৩ মিনিট পর পর ট্রেন ছাড়ার কথা জানান তিনি।

মেট্রোরেলের স্টেশন ও টিকিট সংগ্রহের বিষয়ে তিনি জানান, স্টেশনে ৫০ জনের বসার জন্য একটি হল রুম থাকবে। স্টেশনে প্রবেশের পর প্রথমে দেখা যাবে, সেখানে টিকিট কিভাবে সংগ্রহ করা হয়। ম্যানুয়াল ব্যবস্থা এবং নিজে টিকিট কাটার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, মেট্রো রেলে সর্বনিম্ন ভাড়া হবে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে চলাচলে একজন যাত্রীর ভাড়া হবে ৯০ টাকা। , যা দিয়ে সর্বোচ্চ দুই স্টেশন পর্যন্ত যাতায়াত করা যাবে। মেট্রোরেলে ৩৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে।