পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের নোটিশ

| আপডেট :  ২১ আগস্ট ২০২২, ০১:৩০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২২, ১২:০৯ অপরাহ্ণ

সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের জেরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না।

কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন থেকেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা।

গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’

এছাড়া গত ১২ আগস্ট সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বেহেশতে আছেন।’। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।