বঙ্গবন্ধুর সমাধিতে রাবির সাবেক প্রক্টরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

| আপডেট :  ২০ আগস্ট ২০২২, ০৭:১৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২২, ০৭:১৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

১৯ আগস্ট (শুক্রবার) বিকেলে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরবর্তীতে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত করে দোয়া মোনাজাত করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের সময় অধ্যাপক লুৎফর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন কিন্তু এই স্বাধীনতার প্রতিদান স্বরূপ তাকে ও তার পরিবারকে নৃশংস হত্যাকান্ডের স্বীকার হতে হয়েছিলো। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আল্লাহর নিকট এই দোয়াই করি আল্লাহ যেনো বঙ্গবন্ধু ও হত্যাকান্ডের শিকার তার পরিবারের সদস্যদের জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন।’