অভিযোগ মিথ্যা, এর পেছনে দেশের কারও হাত আছে: অনন্ত

| আপডেট :  ১৮ আগস্ট ২০২২, ০৭:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২২, ০৭:৩৯ অপরাহ্ণ

আলোচনা আর অনন্ত জলিল যেনো সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। ২০১০ সালে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরুর পর কখনোই আলোচনার বাইরে থাকেননি অনন্ত জলিল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই অভিনেতার ‘দিন:দ্যা ডে” সিনেমাটিও বেশ আলোচনার জন্ম দিয়েছিলো।

আর পেক্ষাগৃহের আলোচনা শেষ না হতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে সিনেমাটি। ‘দিন দ্য ডে’ ছবি নিয়ে শর্ত ভঙের অভিযোগে ছবির নায়ক ও বাংলাদেশি অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ছবিটির ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজ। তবে এসকল অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত।

অনন্ত বলেন, দিন দ্য ডে’ ছবির শুটিং শেষ করেছি তিন চার বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিলো। এরপর আমি কোনো কিছু গোপন করিনি। মিডিয়াকে বলেই ছবি মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে এলেন। অভিযোগ থাকলে তো সিনেমার ফুটেজই দিতেন না। আজ তিনি আমার বিরুদ্ধে কি অভিযোগ এনেছেন তা জানি না”-

অনন্ত আরও বলেন, ‘মুর্তজা অতাশ কোথায় কখন কি অভিযোগ করেছেন জানিনা।’ ইনস্টগ্রামে তিনি ওই অভিযোগ লিখেছেন- জানালে অনন্ত বলেন, সেটার সতত্যা কতটুকু? এরপর নিজেই ব্যাখ্যা দেন ঢাকাই ছবির আলোচিত এ নায়ক। অনন্ত বলেন, ‘বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিলেন। তাদের ফাইভ স্টার হোটেলে রেখেছি, রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি।’

এদিকে, মুর্তজার অভিযোগ, চার বছর ধরে নিজের অংশের টাকা ফেরত দিতে অনন্ত জলিলকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু টাকা ফেরত পাননি। তাই আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলার পথে হাঁটছেন।

কিন্তু বিষয়টি নিয়ে অনন্ত বলেন, ‘মুর্তজার সঙ্গে চুক্তিই হচ্ছে, ছবিটি বাংলাদেশে শুটিংয়ের টাকা আমি দেব, সেই টাকা দিয়েছি। চার বছর ধরে এ কথাই বলছি যে, বাংলাদেশে শুটিংয়ের খরচ আমি বহন করব, বাইরের শুটিংয়ের খরচ তারা দেবেন। বাংলাদেশে শুটিংয়ের টাকা তো মুর্তজা দেননি, আমিই দিয়েছি।’

অনন্ত আরও বলেন, ‘আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, তার দেশে যেসব শুটিং হবে সেই ব্যয় তিনি বহন করবেন। আমি ইরান ও তুরস্কে শুটিং করেছি। সেখানে আমার যেসব ফাইট ডিরেক্টর প্রয়োজন ছিল তাদের ব্যবহার করেছি। যেমন, আরমানকে তুরস্কে নিয়েছি। যখন তাদের ফাইট ডিরেক্টর প্রয়োজন হয়েছে, তখন তাদের ব্যবহার করা হয়েছে।’

প্রসঙ্গত, বুধবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে মুর্তজা অতাশ নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং মামলার হুশিয়ারী দেন।