মুখ খুললেন জায়েদ খান

| আপডেট :  ৬ আগস্ট ২০২২, ০১:০৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ আগস্ট ২০২২, ০১:০৫ অপরাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির মাসিক সাধারণ সভার অনুষ্ঠানে নতুন কয়েকজন শিল্পীকে পরিচয়পত্র দেওয়া হয়েছে৷ পরিচয়পত্রগুলোতে সভাপতি হিসেবে স্বাক্ষর করেছেন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন নিপুণ আক্তার।

কিন্তু এদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে এখন পর্যন্ত কোন সুরহা হয়নি। পরিচয়পত্রে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের করা স্বাক্ষরকে অনেকেই অবৈধ বলছে। এ ঘটনায় হতাশ জায়েদ খান।

এর আগে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের জটিলতা নিয়ে আদালত পদটির ওপর স্থিতাবস্থা জারি করেছেন। এর পরেও সাধারণ সম্পাদক পদে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে, বিষয়টি নিয়ে নিপুণের কোনো ব্যাখ্যা কিংবা বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘অবৈধভাবে নিপুণ আবার কার্যক্রম শুরু করেছেন। তিনি মিটিংয়ে অংশ নিচ্ছেন। কিন্তু আমাদের মামলার এখনো কোনো সুরাহা হয়নি। যা ইচ্ছা তা–ই করতে পারেন না নিপুণ। আইন মানা একজন শিল্পীর নৈতিক দায়িত্ব।’

প্রসঙ্গত, চলতি বছরের গেল ২৮ জানুয়ারিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। এরপর নিপুণ হাইকোর্টে আপিল করেন। জানা যায়, আপিলেও জয় পান জায়েদ।