শিল্পী সমিতির পরিচয়পত্রে সাধারণ সম্পাদক নিপুণ!

| আপডেট :  ৫ আগস্ট ২০২২, ০৪:২৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ আগস্ট ২০২২, ০৪:২৪ অপরাহ্ণ

এ বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে ঘিরে নানান নাটকীয় ঘটনা ঘটে গেছে। প্রথমদিকে, প্রাথমিক নির্বাচনের ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়।

এ নিয়ে পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। সমিতির নির্বাচনের এই ঘটনায় সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শুরু হয়। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সাধারণ সম্পাদক পদটি নিয়ে আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

জানা যায়, সম্প্রতি শিল্পী সমিতির সদস্যদের কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হ্যাঁ, নিপুণ স্বাক্ষর করেছে। সে তো সকল অনুষ্ঠানেও অংশ নিচ্ছে। আর আদালত থেকে তো তাকে নিষেধও করেনি। আমি তো আইন নিয়ে পড়াশোনা করিনি, এটা আপনারা আদালতের কাছে জানতে চান। ‘

এ ঘটনায় হতাশ জায়েদ খান। তিনি বলেন, ‘এটি অন্যায়। নিপুণ অবৈধভাবে স্বাক্ষর করে পরিচয়পত্র দিচ্ছেন। সে আদালত অবমাননা করেছে। নিপুণ আইনের তোয়াক্কা না করে সমিতির সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুতই পদক্ষেপ নেব।