চলন্ত বাসে ডাকাতির পর ৩ ঘণ্টা না’রীকে দলবেঁ’ধে ধ’র্ষণের মূলহোতা গ্রে’প্তার

| আপডেট :  ৪ আগস্ট ২০২২, ১২:০৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ আগস্ট ২০২২, ১২:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের মধুপুরে বাসে ডাকাতি ও ধ”ণের ঘটনায় দা’য়ের করা মা’মলার প্রধান আ’সামি রাজা মিয়াকে গ্রে’প্তার করেছে জে’লা গো’য়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়।

রাজা মিয়ার বাড়ি কালিহাতী উপজে’লার বল্লা গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। টাঙ্গাইলের পুলিশ সুপার স’রকার মোহাম্ম’দ কায়সার এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ঈগল পরিবহনের যে বাসটি ডাকাতের কবলে পড়ে, সেই বাসের চালককে সরিয়ে দিয়ে রাজা চালকের সিট দ’খল করে। প্রাথমিক জি’জ্ঞাসাবাদে এ ঘটনায় কে কে জ’ড়িত ছিলো রাজা আমাদের জানিয়েছে।

তিনি জানান, মধুপুরে বাসে ডাকাতি ও ধ”ণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অ’ভিযান শুরু করে পুলিশ। ভোরে বাসস্ট্যান্ড এলাকায় অ’ভিযান চা’লিয়ে তাকে গ্রে’প্তার করা হয়। বাকিদের গ্রে’প্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৪ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ‌্যে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছালে সেখান থেকে একদল ডাকাত যাত্রীবেসে ওই বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ওই তরুণ দল অ’স্ত্রের মুখে যাত্রীদের বেঁ’ধে ফে’লে।

কয়েক মিনিটের মধ্যে যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লু’ট করে নেয়। এরপর এক নারী যাত্রীকে ধ”ণ করে তারা। বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজে’লার র’ক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির স্তূপে বাসটি উল্টিয়ে ডাকাত দল পা’লিয়ে যায়। এ ঘটনায় বাসের এক যাত্রী বা’দী হয়ে অ’জ্ঞাত ব্যক্তিদের আ’সামি করে টাঙ্গাইলের মধুপুর থানায় মা’মলা দা’য়ের করেন।