আজকের দিনেই পৃথিবীতে এসেছেন জায়েদ খান

| আপডেট :  ৩০ জুলাই ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ

বাংলা একাত্তর ডেস্কঃ আজ ৩০ জুলাই। চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন। বাংলা একাত্তর এর পক্ষ থেকে তার জন্মদিনে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।

এরপর তিনি নিজ জেলায় এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, ইতিহাসে এমএ সম্পন্ন করেন।

জায়েদ খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘আত্মগোপন’ ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুয়েছে মন’, ‘রিক্সাওয়ালার ছেলে ও কাজের ছেলে’ এবং তার প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর জ্বালা’।

২০১৭ সালে প্রযোজনায় নাম লেখান জায়েদ খান। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। মালেক আফসারী পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন পরীমণি। বর্তমানে জায়েদ খানের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ সিনেমার শুটিং শুরু করবেন। এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও কাজ শুরু করবেন বলে জানান জায়েদ খান।