‌‌ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা তরুণ যা বললেন

| আপডেট :  ২৯ জুলাই ২০২২, ০৯:৩২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২২, ০৯:১১ অপরাহ্ণ

মুহূর্তের মধ্যে ঝরে গেলো তাজা ১১ প্রাণ। এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাঁরা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনা কবলে পড়ে মারা যান তারা। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের মিরসরায়ের খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১১ আরোহীর প্রাণ ঝরে যায়।

এ ঘটনায় আহত ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাইক্রোবাসের সহকারী তৌকির ইবনে শাওন (২০), আয়াত (১৬), মো. মাহিন (১৮), মো. সৈকত (১৮), তানভির হাসান (১৮) ও মো. ইমন (১৯)।

তানভির হাসান ওরফে হৃদয় (১৮) ভয়াল সেই দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি পেছনের সিটে বসেছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ধাক্কা ও বিকট শব্দে জেগে উঠি। মাথায় প্রচণ্ড ব্যথা পাই। পেছনের সিটে ছিলাম বলে বেঁচে গেছি।’

জানা যায়, নিহত ১১ জনের মধ্যে নিহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে কোচিং সেন্টারের চার শিক্ষক জিসান, সজীব, রাকিব এবং রেদোয়ান। এছাড়া কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হিশাম, আয়াত, মারুফ, তাসফির, হাসান।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, ‘আর এণ্ড জে কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্ররা সেখানে ঘুরতে গিয়েছিলেন। গাড়িতে কোচিং সেন্টারের ৪ জন শিক্ষক ছিল। বাকিরা শিক্ষার্থী ছিল।’