১০ লাখ টাকা নিয়ে বিচারককে সুবাহ বললেন; ইলিয়াসের সাথে আবারো সংসার করতে চাই

| আপডেট :  ২৫ জুলাই ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ

ইলিয়াস হোসাইন চাইলে এখনও তার সাথে সংসার করতে চান অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহা। সোমবার (২৫ জুলাই) ঢাকার নারী ও শি’শু নি’র্যাতন দ’মন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আ’দালতে যৌ’তুকের জন্য নি’র্যাতনের অ’ভিযোগের মা’মলায় সাক্ষ্য দিতে এসে একথা বলেন সুবহা।

এদিন মা’মলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। সুবহা আ’দালতে হাজির হন। গ্রে’প্তারি পরোয়ানা জারি হওয়া ইলিয়াস হোসাইনও এদিন আ’দালতে আত্মসমর্পণ করে জা’মিন আবেদন।সকাল ১১টার দিকে মা’মলার বিচারকাজ শুরু হয়। সুবহা সাক্ষীর কাঠগড়ায় যান এবং ইলিয়াস হোসাইন আ’সামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। সুবহা বিচারককে বলেন, ‘গতকাল মা’মলাটি প্রত্যাহারের আবেদন করি। আ’সামি না থাকায় তা হয়নি। আজকের জন্য দিন ধার্য আছে।’

তখন বিচারক সুবহার কাছে জানতে চান, ‘মা’মলা প্রত্যাহারের জন্য আপনি কি সম্পূর্ণ স্যাটিসফাই?।’ সুবহা তখন বলেন, ‘না।’ বিচারক কারণ জানতে চাইলে সুবহা বলেন, ‘এখনও কিছু দেনা-পাওনা বাকি আছে। আর আমি এখনও সংসার করতে চাই। ইলিয়াস যদি চায়।’

তখন বিচারক বলেন, ‘কেউ সংসার করতে না চাইলে সেখানে না যাওয়ায় ভালো।’ এরপর বিচারক সুবহার কাছে জানতে চান, আ’সামি তাকে কত টাকা দিয়েছে, দেনমোহর কত? তখন সুবহা বলেন, সব মিলিয়ে ২০ লাখের মধ্যে ১০ লাখ দিয়েছে। এসময় নথি দেখে রাষ্ট্রপক্ষের আইনজীবী আ’দালতকে জানান, ‘বিয়ের দেনমোহর সাত লাখ টাকা।’ তখন বিচারক বলেন, ‘১০ লাখ তো বেশি দিয়েছে।’ সুবহা বলেন, ‘৮ মাসের ভরণপোষণসহ অন্যান্য কিছু মিলিয়ে ১০ লাখ দিয়েছে।’

বিচারক তখন সুবহার কাছে জানতে চান, ‘১০ লাখ টাকা পেয়েছেন। আপনি কি এতে স্যাটিসফাই? স্যাটিসফাই না হলে মা’মলা চালাতে পারেন। তখন সুবহা বলেন, ‘আমি মা’মলা চালাতে চাই না।’ তখন বিচারক সুবহার কাছে জানতে চান, ‘আ’সামির বি’রুদ্ধে আপনার কোনও অ’ভিযোগ আছে? সুবহার বলেন, না। দুই পরিবারের উপস্থিতিতে তাদের আপস মীমাংসা হয়ে গেছে।

এরপর আ’সামিপক্ষ আপস মীমাংসার অ্যাফিডেটিভ জমা দেন। তখন রাষ্ট্রপক্ষ বলেন, মা’মলা আপস করতে চাইলে সাক্ষ্য দেন। তখন সুবহার সাক্ষ্য দেন। তিনি বলেন, ‘মা’মলাটি আপস হয়েছে। আ’সামির বি’রুদ্ধে আমার কোনও অ’ভিযোগ নেই। দেনা-পাওনা পরিশোধ করেছে।’

এরপর আ’সামিপক্ষ সুবহাকে জেরা করেন। পরে ইলিয়াসের জা’মিনের বি’ষয়ে শুনানি হয়। আ’দালত শুনানি শেষে ইলিয়াসের জা’মিন মঞ্জুর করেন। আ’দালত আগামী ২৭ জুলাই আ’সামির আত্মপক্ষ শুনানি, মা’মলার যুক্তিতর্ক উপস্থাপন এবং রায়ের জন্য রাখেন। এর আগে, রোববার সুবহা আ’দালতে সাক্ষ্য দেন। তিনি ইলিয়াসের বি’রুদ্ধে মা’মলা প্রত্যাহারের মৌখিক আবেদন করেন। ইলিয়াস প’লাতক থাকায় এ বি’ষয়ে রোববার শুনানি হয়নি।

গত ১৯ জুন একই আ’দালত ইলিয়াসকে প’লাতক দেখিয়ে তার বি’রুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। গত ২২ মার্চ ইলিয়াস হোসেনের বি’রুদ্ধে গ্রে’প্তারি পরোয়ানা জারি করেন একই ট্রাইব্যুনাল। ৩ জানুয়ারি রাজধানীর বনানী থানায় মা’মলাটি দা’য়ের করেন সুবহা। মা’মলাটি ত’দন্ত করে গত ২২ ফেব্রুয়ারি ইলিয়াসকে অ’ভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন ডিএমপির তেজগাঁও নারী সহায়তা ও ত’দন্ত বিভাগের সাব-ইন্সপেক্টর মাছুমা আফ্রাদ।