সিনেমায় হিরোকে বাঁচিয়ে নারীবাদীদের খুঁজছেন বর্ষা

| আপডেট :  ২০ জুলাই ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ জুলাই ২০২২, ০৯:৪৮ অপরাহ্ণ

বর্তমানে মিডিয়া অঙ্গনে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম অনন্ত জলিল এবং আফিয়া নুসরাত বর্ষা। বিশেষত তাদের ‘দিন-দ্যা ডে’ সিনেমা আলোড়ন তুলেছে সর্বত্র। কেউ কেউ যেমন সিনেমাটির প্রশংসা করছেন আবার কেউ কেউ সমালোচনাও করছেন।

আর এবার এল টিভি চ্যানেলে আড্ডায় উপস্থিত হয়ে এসবের জবাব দিয়েছেন বর্ষা। নারীবাদীরা কোথায় এই প্রশ্ন তুলে বলেন, ‘নারীবাদীরা কোথায়? সব সিনেমায় হিরো সাধারণত হিরোইনকে বাঁচায় কিন্তু আমি যে এই সিনেমায় হিরোইন হয়ে হিরোকে বাঁচিয়েছি সেটা কেউ কেনো দেখছে না?’

এদিকে, এর আগে একই সিনেমা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে ট্রলের শিকার হয়েছেন অনন্ত জলিল। এই অভিনেতা সাংবাদিকদের সাক্ষাৎকার প্রদানকালে বলেন, ‘আমি কাদের ইনভাইট করেছি এটা দেখতে হবে। সকল হিরো হিরোইনঞ্চিদের ইনভাইট করেছি।’

প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিল এবং বর্ষা অভীনিত সিনেমা ‘দিন-দ্যা ডে’। প্রায় ১০০ কোটি টাকা দিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিনেমাটিতে অনন্ত জলিল এবং বর্ষা উভয়ই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।