কাতারে রাজিব মহাদেব নামের চিকিৎসকের ইসলাম গ্রহণ

| আপডেট :  ২৯ জুন ২০২২, ১১:০২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ জুন ২০২২, ১১:০২ অপরাহ্ণ

ইসলাম গ্রহণ করলেন রাজিব মহাদেব নামের এক চিকিৎসক। এখন তিনি ‘আব্দুল্লাহ’ এই নতুন নামে পরিচিত হবেন।বুধবার আলজাজিরা জানায়, কাতারের ওমর ইবনুল খাত্তাব রা: স্বাস্থ্যকেন্দ্রে সহকর্মীদের কাছে কালিমা পড়ে ইসলামে প্রবেশ করেন তিনি।

আব্দুল্লাহর ইসলাম গ্রহণ উপলক্ষে তার সহকর্মীরা একটি সভার আয়োজন করেন এবং সেখানে কালিমায়ে শাহাদাত পড়ার পরই করতালি ও তাকবির ধ্বনি দিয়ে ‘আব্দুল্লাহ’কে ইসলামে স্বাগত জানান তারা।

আলজাজিরা জানায়, রাজিব মহাদেব থেকে আব্দুল্লাহ হওয়া এই নওমুসলিমের ইসলাম গ্রহণে স্বাস্থ্যকেন্দ্রে তার সহকর্মীরা অত্যন্ত খুশি। তার ইসলাম গ্রহণকে কেন্দ্র করে তারা একটি কেক তৈরি করেন, তাতে ইংরেজিতে লেখা ছিল- ‘ইসলামে তোমাকে স্বাগতম।’ একইসাথে কেকটি প্রস্তুতকারী তার ওপর সুনিপুনভাবে জায়নামাজ, তসবীহ ও কুরআন রাখার রেহালের প্রতিকৃতি এঁকে দেন।

ইসলামে দীক্ষিত হওয়ার পর সহকর্মীরা ডা: আব্দুল্লাহকে নানা সামগ্রী উপঢৌকন দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন -আলজাজিরা অবলম্বনে বেলায়েত হুসাইন