খালেদা জিয়ার বাবা-মায়ের নাম কি, টেম্পোরারি উড়ালের নাতি: সংসদে মমতাজ

| আপডেট :  ২৯ জুন ২০২২, ০২:৩৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ জুন ২০২২, ০২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। যিনি ইতিপূর্বে সংসদে গান গেয়েও এসেছেন সংবাদ মাধ্যমের শিরোনামে। আর সেই ধারাবাহিকতার মধ্যদিয়ে আবারও সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি।

মঙ্গলবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পদ্মা সেতু ও সরকারপ্রধান নিয়ে এ কাজ করেন তারা।

বাজেট আলোচনায় দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ প্রথমেই ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই’ বলে গান গেয়ে ওঠেন।

পরে নিজ বক্তব্যে মমতাজ বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে গানের পরপরই মমতাজ বলেন, আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদের বলবো যে, আপনাদের নেত্রীর পরিচয়টা কি? বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না।

আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পোরারি উড়ালের নাতি আমাদের দেশে বলে আর কি। এরপর আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।