সিলেটে বানভাসী মানুষকে ১৫ হাজার কাঁঠাল উপহার দিলেন কাপাসিয়ার এমপি রিমি

| আপডেট :  ২৮ জুন ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৮ জুন ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ণ

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ কাপাসিয়ার জাতীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গতদের মাঝে গতকাল সোমবার ১৫ হাজার কাঁঠাল পাঠিয়ে নেতা কর্মীদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ’র নেতৃত্বে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতাকর্মী বন্যাদুর্গত প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী ওই কাঁঠাল বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ সিমিন হোসেন রিমির নির্দেশে ভানবাসিদের মাঝে কাপাসিয়ায় উৎপাদিত ১৫ হাজার কাঁঠাল বিতরণের কর্মসূচি নেওয়া হয়।

সে লক্ষ্যে গত রোববার সমস্ত উপজেলায় দিনব্যাপী কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ১১টি ইউনিয়নের ৯৯ ওয়ার্ডের নেতাকর্মিরা কাঁঠাল সংগ্রহ করেন। পরে সন্ধ্যায় বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার কাঁঠাল সংগ্রহের বিষয়টি নিশ্চিত হলে সেগুলো ৮ টি বড় ট্রাকে বোঝাই করা হয়। রাত দশটার সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মি সেগুলো নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উদ্দেশ্যে রওনা হন।

গতকাল সোমবার সকাল থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ধর্মপাশা উপজেলার সকল ইউনিয়নের প্রত্যন্ত অ লে তারা এ কাঁঠালগুলো বিতরণ করেন। অন্যান্যের মাঝে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক মাহবুবউদ্দীন আহম্মেদ সেলিম, মো. মোস্তফা শিকদার, প্রচার সম্পাদক মো. ইমানউল্লাহ শেখ ইমু, মোঃ মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ মজিবুর রহমান, জাহিদুর রহমান জাহিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মো. আমীর হামজা প্রমুখ।