সব
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকট’ক করা সেই টিকট’কার যুবককে ইতোমধ্যেই পু’লিশ হেফাজতে নেওয়া হয়েছে। একইদিন ভাই’রাল হওয়া আরেকটি ছবিতে পদ্মা সেতুর ওপরে একজনকে প্রস্রাব করতে দেখা যায়। এবার পদ্মা সেতুতে মূত্র বিসর্জন করা ওই যুবককেও খুঁজছে পু’লিশ। রোববার রাতে পু’লিশের অ’প’রা’ধ ত’দ’ন্ত বিভাগ-সিআইডির সাইবার পু’লিশ সেন্টারের বিশেষ পু’লিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আ’ট’ক করা হয়েছে। একই অ’ভিযোগে আরেক যুবককে খোঁজা হচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুতে মূত্র বিসর্জন দেওয়া আরেক যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এসব ঘটনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে কালো জার্সি পরিহিত আরেক যুবককে মূত্র বিসর্জন করতে দেখা গেছে পদ্মা সেতুর ওপর। তার জামা’র পেছনে ইংরেজি অক্ষরে লেখা ছিল ‘রাকিব’। তার পাশে দাঁড়িয়ে ছিলেন আরেক যুবক। আর স্ট্যান্ড করে রাখা ছিল একটি অ্যাপাচি ফোরভি মডেলের মোটরসাইকেল।আরেকজন মোটরসাইকেল চালক সেতু পাড়ি দেওয়ার সময় ভিডিওটি করে ফেসবুকে ছাড়েন। মুহূর্তের মধ্যে সেটিও ছড়ি পড়ে এবং সমালোচনা শুরু হয়।
এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এ দিন সেতুর দুই প্রান্তের ফলক উন্মোচন করেন তিনি। নির্ধারিত টোল পরিশোধ করে পদ্মা সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী। এরপর রোববার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়।
পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার প্রথম’দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাই’রাল হয়। সেখানে দেখা যায়, হলুদ শার্ট ও প্যান্ট পরিহিত এক যুবক পদ্মা সেতুর নাট-বল্টু খুলছেন। এমন ঘটনার প্রতিক্রিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে তার ছবি শেয়ার করে লিখেছেন, দ্রুত তাকে আইনের আওতায় নেওয়া হোক।
শেষ পর্যন্ত ওই যুবককে আ’ট’ক করা হয়েছে। পু’লিশের অ’প’রা’ধ ত’দ’ন্ত বিভাগের (সিআইডি) একটি টিম রাজধানীর শান্তিনগর এলাকা থেকে রোববার তাকে আ’ট’ক করে। এরপর জানা যায়, তার নাম বায়েজিদ তালহা। গ্রামের বাড়ি পটুয়াখালী, বাবা ঠিকাদার। এদিন আরও চেকশার্ট পরিহিত আরেক যুবককে পদ্মা সেতুতে নাট-বল্টু খোলার ভিডিও ভাই’রাল হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। ওই যুবককেও খুঁজছে সিআইডি।