পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া যুবকের শাস্তি দাবি

| আপডেট :  ২৬ জুন ২০২২, ০৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ জুন ২০২২, ০৫:৪৮ অপরাহ্ণ

যান চলাচল শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে। রবিবার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়।এর আগে, শনিবার সকালে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছসিত সারাদেশের মানুষ।

প্রথম দিনে সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাধভাঙা উচ্ছাস। তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে একটু শিথীলতা দেখিয়েছি সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীরা। তাই এদিন অনেকেই সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন।

কিন্তু এই সুযোগ নিতে গিয়েই এক যুবক ঘটিয়ে ফেললেন একটি অ’প্রীতিকর ঘটনা। টিকট’কে ভিডিও বানাতে গিয়ে তিনি খুলে নিয়েছেন পদ্মা সেতুর নাট-বল্টু।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কা’ণ্ড দেখে অনেকেই তার শা’স্তি দাবি করেছেন। তবে এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।