‘যারা খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মা’রতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না’

| আপডেট :  ২২ জুন ২০২২, ০৭:০১ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ জুন ২০২২, ০৭:০১ অপরাহ্ণ

যারা মানুষ হ’’ত্যা করে, যারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মা’রতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না। এই মন্তব্য করেছেন বিএনপি মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ জুন) বিকেলে গুলশানে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে পদ্মা সেতুর আমন্ত্রণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাস’চিব সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, বন্যায় স’রকারি ত্রাণ নেই বললেই চলে। পদ্মা সেতুর উৎসবে বেশি মনোযোগ দেয়ায় বন্যা মোকাবেলায় ব্যর্থ হয়েছে স’রকার।

ব্য’র্থতার দায়ে স’রকারের পদত্যাগেরও দাবি করেন মির্জা ফখরুল। বলেন, বন্যার আগে সতর্কবাণী দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। বন্যার জন্য দায়ী স’রকারের অপরিকল্পিত বাঁধ নির্মাণ।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী। বিএনপির নেতৃত্বে কোনো সং’কট নেই বলেও জানান তিনি।