সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:৩১ অপরাহ্ন
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ গাজীপুরের কাপাসিয়ায় কিরণ মিয়া (৫০) নামে এক কৃষকের মাছ ধরতে গিয়ে শুক্রবার দুপুরে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বারিষাব ইউনিয়নের পরিয়াব গ্রামের নুরারপুল পাড়ের বাসিন্দা মৃত আব্দুল কাদেরের পুত্র। শনিবার সকালে তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, শুক্রবার দুপুরের দিকে স্থানীয় কাইজলি বিলে মাছ ধরতে যায় কৃষক কিরণ মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন।