প্রতি ১২ সেকেন্ডে নতুন ফেসবুক অ্যাকাউন্ট, যা জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাড়িয়ে যাচ্ছে

| আপডেট :  ১০ জুন ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ জুন ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্টঃ‘বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে নতুন একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যা জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাড়িয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

গতকাল মাদারীপুরে সেবাগ্রহীতাদের সঙ্গে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক মতবিনিময় সভায় একথা বলেন বিটিআরসি চেয়ারম্যান।

শ্যাম সুন্দর শিকদার বলেন, ‘দেশে দিন দিন ইন্টারনেটসেবা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট তেরি হচ্ছে, যা এ দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে। এটা ইন্টারনেট ব্যবহারের সুফলে হচ্ছে। আগের চেয়ে ইন্টারনেটের সেবার মানও বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা অন্য দেশের তুলনায় আরও এগিয়ে যাচ্ছি।’

বিটিআরসির চেয়ারম্যান শেষে বলেন, ‘বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারে ঢাকা শহর দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা হলো আমাদের নেট দুনিয়ার অর্জন। এ ছাড়া এখন আর চোর-বাটপার ধরতে তাদের খুঁজতে হবে না, মোবাইল চুরি করলেই ধরা খাবে। আমরা সেভাবে প্রযুক্তিকে শক্ত অবস্থানে নিচ্ছি। অচিরেই প্রযুক্তি মানুষের সর্বোত্তম বন্ধু হয়ে উঠবে।’