বিএম ডিপোতে আ’হতদের দেখতে যাওয়া জোনায়েদ সাকির উপর ছাত্রলীগের হা’মলা

| আপডেট :  ৭ জুন ২০২২, ০৭:৩৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ জুন ২০২২, ০৭:৩৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বি’স্ফোরণের ঘটনায় আ’হতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের হা’মলার শি’কার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। এতে তিনিসহ অন্তত ৬জন আ’হত হয়েছেন। তবে।

মঙ্গলবার সন্ধ্যার আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ হা’মলার ঘটনা ঘটে। হা’মলায় জোনায়েদ সাকির মুখ থেকে র’ক্ত ঝরতে দেখা যায়। হা’মলার পর হাসপাতালেই তাকে চিকিৎসা দেয়া হয়।

এর আগে জরুরি বিভাগের গেটে জোনায়েদ সাকি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভ’য়াবহ বি’স্ফোরণের ঘটনাটি কাঠামোগত হ’’ত্যাকাণ্ড বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ সাবেক স্ত্রীর করা মা’মলা জিতে জনির ৫৭ লাখের ডিনার পার্টি
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বি’রুদ্ধে মানহানি মা’মলায় জয়ের পর খুশির সংবাদটি বন্ধুবান্ধব নিয়ে উদযাপন করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। রোববার (০৫ জুন) ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুবান্ধব নিয়ে এক ডিনারের আয়োজন করেছিলেন তিনি।আর এ জন্য জনির খরচ হয়েছে ৬২,০০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ টাকা।

বুধবার (০১ জুন) ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের আ’দালত মানহানি মা’মলায় অ্যাম্বার হার্ডের বি’রুদ্ধে রায় দেন এবং জনিকে ১৫ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেন। একইসঙ্গে জনির বি’রুদ্ধে অ’ভিযোগ আনার পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও জানায় আ’দালত। ৫৮ বছর বয়সী জনি বিশেষ খবরটি উদযাপন করেছেন ‘ভারানসি’ নামের এক ভারতীয় রেস্টুরেন্টে। এটিই নাকি ইংল্যান্ডের বার্মিংহামের সবচেয়ে বড় ভারতীয় রেস্টুরেন্ট।

৪০০ আসনের রেস্টুরেন্টটির অপারেশনাল ডিরেক্টর মোহাম্ম’দ হুসাইন নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘রোববার হঠাৎ করেই আমরা একটা কল পাই। আমাদের জানানো হয় যে জনি ডেপ বন্ধুবান্ধব নিয়ে আমাদের এখানে খেতে আসবেন। প্রথমে খুব চমকে গিয়েছিলাম, পরে যখন অভিনেতার নিরাপত্তারক্ষী দল এসে সবকিছু পর্যবেক্ষণ করলো, তখন নিশ্চিত হলাম। ’

জানা যায়, প্রায় তিন ঘণ্টা ভারতীয় রেস্টুরেন্টটিতে অবস্থান করেন জনি। সেখানে সঙ্গীতশিল্পী বন্ধু জেফ বেকসহ আরো ২০ জনকে নিয়ে সেদিন ডিনার করেন এই তারকা। শুধু তাই নয়, রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তাকে খাবারের ব্যাগ হাতে বেরোতে দেখা গেছে। এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার আচরণে মুগ্ধ রেস্টুরেন্টের কর্মীরা। তারা জনিকে বিনয়ী মানুষ বলে আখ্যা দিয়েছেন।